রাজধানীর হাজারীবাগে বৃহস্পতিবার দুপুরে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। বৃহস্পতিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন। মৃত্যুর আগে রুমি সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন।
রুমীর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট তার বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার ও হুমকি চালাচ্ছিল। এক মাস আগে তিনি ধানমণ্ডি থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন।
একই দিনে জুলাই বিপ্লবের দুই অগ্রণীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাগরিক সমাজ স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে, আর পুলিশ বলছে, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।