ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম বর্ষপূর্তির দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমা অঞ্চলে একাধিক হামলা হয়েছে। ইসরাইলি বাহিনী জানায়, এসব হামলায় হিজবুল্লাহর অবকাঠামো, অস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক চৌকি ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা দুর্বল করতেই অভিযান চালানো হয়েছে বলে দাবি ইসরাইলের। ২০২৪ সালের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছিল, তবে সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবানন সরকার চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সব সামরিক অবকাঠামো অপসারণের পরিকল্পনা করেছে। ইসরাইল জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।