Web Analytics

টিআই প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে চুরি হওয়া অর্থের পাচার রোধ করতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, অধিকাংশ সময় আমরা জানি এই অর্থ কোথা থেকে আসছে। তবুও আমরা এটিকে বৈধ অর্থ স্থানান্তর হিসেবে গ্রহণ করি, কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা যায় না। ড. ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনের সময় প্রতি বছর অন্তত ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এসময় আন্তর্জাতিক ব্যাংকিং ও চলমান আর্থিক নিয়মকানুনের তীব্র সমালোচনা করেন তিনি। ফ্রাঁসোয়া এই ইস্যুতে সরকারের প্রচেষ্টার প্রশংসা করে পাচার রোধে আরও কার্যকর ‘আন্তর্জাতিক সহযোগিতা’ এবং শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, কিছু আর্থিক প্রতিষ্ঠানের ‘দ্বৈত মানদণ্ড’ নিন্দনীয়, যারা জেনেশুনেই অবৈধ অর্থ জমা রাখে। তিনি টিআইকে আহ্বান জানান, আরও জোরালো ভূমিকা রাখার পাশাপাশি একটি আন্তর্জাতিক ফোরাম গঠনে সহায়তা করতে।

Card image

Related Memes

logo
No data found yet!