ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেন হাইপারসনিক ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যার ফলে বহু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইয়েমেন গাজার ওপর ইসরায়েলের আগ্রাসনের জবাবে এ হামলা চালিয়েছে বলে জানায় এবং আগ্রাসন ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ইসরায়েলি গণমাধ্যম বিমানবন্দরের সাময়িক বন্ধ এবং বাসিন্দাদের আশ্রয়ে যাওয়ার আহ্বান নিশ্চিত করেছে। এটি ৪৮ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।