বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলের বাসায় নেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে পতাকা মোড়ানো লাশবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। মরদেহবাহী গাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং তার অবস্থা ছিল অত্যন্ত জটিল। মঙ্গলবার রাত থেকেই জানাজার স্থানে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, বেনজির ভুট্টোর পর।