Web Analytics

মঙ্গলবার গণঅভ্যুত্থানের হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় আসামী মোস্তাকিম (২০) এবং চুরি ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল কাদের পাপ্যু (৩২) নামের আসামিদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, ১৪ আগষ্ট যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানকালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি হামলা করে। এসময় ভিকটিম মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখে। পরবর্তীতে ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সাইদুল মারা যায়। এই হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!