সমসাময়িক বিষয়াবলী নিয়ে শুক্রবার (৭ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সমসাময়িক বিষয়াবলী নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।