মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তাহীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, আর ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি। বহিরাগতদের প্রবেশ রোধ, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীর সক্রিয়তা নিশ্চিতসহ একাধিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে ৯ জুলাই আনসার ক্যাম্পের সামনে একজন ব্যবসায়ী খুন হওয়ায় নিরাপত্তা ইস্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়। কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।