ইসরাইলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের কারণে গাজা উপত্যকায় ৩৫ দিন বয়সী এক নবজাতকের অনাহারে মৃত্যু হয়েছে। গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটি মারা যায়। একই দিনে অপুষ্টিজনিত কারণে আরও দুজনের মৃত্যু হয়। এছাড়া ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় আরও ১১৬ জন নিহত হন, যাদের মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হন। খাদ্য সংকটে অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতিকে দুর্ভিক্ষের আশঙ্কা হিসেবে বর্ণনা করছে এবং অবরোধ তুলে দেওয়ার দাবি জানাচ্ছে।