Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ২৭ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুই দিনব্যাপী ‘এআই-পাওয়ার্ড জার্নালিজম: অপারচুনিটি, রিস্ক অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, এআই সাংবাদিকদের উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে এর অপব্যবহার তথ্য বিকৃতি ও বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি বলেন, সাংবাদিকতার মৌলিক নীতিমালা ও তথ্যের নির্ভুলতা কখনোই বদলাবে না। এআই সঠিকভাবে ব্যবহার করলে উৎপাদনশীলতা ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব এবং বিশেষায়িত সাংবাদিকতার নতুন ক্ষেত্র তৈরি হবে। তবে ডিপফেক ও বিকৃত কনটেন্ট জনমত প্রভাবিত করে গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। তাই সাংবাদিকদের এআই শিক্ষায় দক্ষ হতে হবে, যাতে ভুয়া তথ্য শনাক্ত করে গণতন্ত্র ও সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া যায়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এআই সম্পর্কে জ্ঞান ছাড়া দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয় এবং সাংবাদিকদের জন্য এ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!