বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দু’দিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে। প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।