জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করেছেন। রবিবার ঢাকার মগবাজারে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস হাদির জানাজায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
গোলাম পরওয়ার ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটিমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই খুনিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল কীভাবে—এ প্রশ্ন এখন দেশবাসীর। তিনি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।
মাহফিলে হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, তার ভাইয়ের অসমাপ্ত স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।