ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, লন্ডনে দুই পক্ষের প্রতিনিধিসহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সময় ঘোষণা করলেও একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করার যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। আরো বলেন, নির্বাচনের ডামাডোলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয়, সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া বিএনপির প্রতি স্বৈরতন্ত্র প্রতিরোধে সংস্কারে সহযোগিতার আহ্বান জানান।