নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ৮ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত, সরকারকে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। তিনি সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম, যিনি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।