কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে করা পুরনো বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে তিনি কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেছিলেন। সমালোচনার পর শুক্রবার দিবাগত রাতে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
আমির হামজা তার পোস্টে জানান, ওই বক্তব্যটি ২০২৩ সালের এবং তখনই তিনি ভুল উদাহরণ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি আবারও অনুতাপ প্রকাশ করে বলেন, পুরোনো ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে মৃত নেতাকেও ছাড় দিচ্ছেন না।
তিনি তার পোস্টে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।