রাজধানীতে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের নিকট রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। সোহাগ কয়েক মাস ধরে চাঁদার চাপ সামলাচ্ছিলেন, কিন্তু টাকা না দেয়ায় মঈন ও তার সহযোগীরা তাকে নির্মমভাবে পাথর মারতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভুক্তভোগীর মৃতদেহের উপর নৃত্য করে খুনীরা! মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুস বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।