মানিকগঞ্জের শিবালয়ে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে আরুয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট খন্দকার জিয়াউর রহমান সুজন (৪১) কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত খন্দকার শাহ আলমের পুত্র।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে সুজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় থানার বিভিন্ন এলাকায় এমন অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানটি এলাকায় চলমান আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, তবে অভিযানের বিস্তারিত বা সুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি।