বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর হাতে পুরস্কারটি তুলে দেবেন। চার দিনের সরকারি সফরে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। এ সফরে আজ তিনি বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে এবং ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন।