চানখাঁরপুল এলাকায় জুলাই বিপ্লবের সময় ছয়জনকে হত্যার মামলায় লঘুদণ্ড পাওয়া পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে তিন থেকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল। আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনাল যেসব পর্যবেক্ষণের ভিত্তিতে শাস্তি কম দিয়েছে, সেগুলো চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। তিনি বলেন, যাদের কম শাস্তি দেওয়া হয়েছে তারা যেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি না পায়, সে বিষয়ে আবেদন করা হয়েছে। মামলাটি চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায় হিসেবে বিবেচিত।
এর আগে সাবেক সহকারী কমিশনার মো. ইমরুলকে (পলাতক) ছয় বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল সুজন হোসেন, ইমাম হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।