৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এ ঘোষণা দেন। এ দিন পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।