পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে দ্রুতগামী ট্রাকের চাপায় রাব্বি হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।