Web Analytics

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট শাসক তৈরির পথ বন্ধ হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, কেউ একবার ক্ষমতায় এলে নানা কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। গণভোটের মাধ্যমে এ প্রবণতা বন্ধ হবে এবং সরকার ও বিরোধী দল একত্রে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠন করতে পারবে।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিস্তৃত নেটওয়ার্ককে শক্তিশালী করা গেলে জাতির কল্যাণ সাধিত হবে। ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে বিভিন্ন কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে হাসিনার মতো আরেকজন ফ্যাসিস্ট তৈরি হবে না এবং এই ভোট বাংলাদেশের আগামী ৫০ বছরের পথ নির্ধারণ করবে।

Card image

Related Memes

logo
No data found yet!