শিবির নেতা এসএম ফরহাদ লেখেন, একটি অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে ডাকসু পেছানোর অপচেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। অশুভ চক্রের পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি ফিরিয়ে আনার প্রকল্পে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে, তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও শিক্ষার্থীরা আরেকটি ‘জুলাই’ নামাবে—ইনশাআল্লাহ। এদিকে সোমবার ডাকসু নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তুতির ৭ম ধাপে চলছে নির্বাচন কমিশন গঠনের কাজ। এই ধাপে প্রাথমিকভাবে তিনজন শিক্ষকের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।