Web Analytics

রাজধানী ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে আগামী শনিবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬। “ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত” প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন মেলার উদ্বোধন করবেন। এবারের ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ জানান, দেশে এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সঠিকভাবে যাকাত প্রদান করলে বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে বড় ভূমিকা রাখা সম্ভব।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সিজেডএম ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৭ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এবং সারা দেশে ৬০টির বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!