Web Analytics

ভারতের জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ধস ও হড়পা বানে বহু মানুষ বিপদে পড়েছেন। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে। ধসে চাপা পড়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। দ্রুত সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করলেও প্রবল বৃষ্টিপাতে বারবার বাধা তৈরি হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ধসে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। টানা তিন দিনের বৃষ্টিতে ভেসে গেছে সেতু, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ইতোমধ্যেই অন্তত সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!