মঙ্গলবার সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচিতে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে! খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এর আগে কেউ যেন ভুল করেও নির্বাচনের কথা না বলে।