Web Analytics

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। পর্যাপ্ত প্রস্তুতি না থাকলেও থাইল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে সাফল্য অর্জনের দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার মালদ্বীপ-ভারত ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে, আর বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে।

রবিবার সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ফুটসাল তাদের জন্য একেবারেই নতুন হলেও দলটি ভালো কিছু করার বিশ্বাস রাখে। দেশের হয়ে খেলা সবসময় গর্বের বিষয় বলে উল্লেখ করে তিনি দলের লক্ষ্যকে সাফল্যের দিকে রাখার কথা জানান। দলের ইরানি কোচ সাঈদ খোদারাহমি জানান, তিনি বাংলাদেশ দলকে ভবিষ্যতে ফুটসাল বিশ্বকাপে নিয়ে যেতে চান।

খোদারাহমি এএফসি, এএফএফ ও সাফকে ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ায় এটি নারী দলের জন্য প্রথম সাফ ফুটসাল আয়োজন। তিনি মনে করেন, সব দলই সমান পর্যায়ের কারণ সবার জন্যই এটি নতুন অভিজ্ঞতা। মাত্র এক মাস সময়ে খেলোয়াড় বাছাই করা হয়েছে, যাদের অধিকাংশই ফুটবলার।

Card image

Related Memes

logo
No data found yet!