Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে রোববার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মবিরতিতে বহির্বিভাগের কার্যক্রম ব্যাহত হয় এবং রোগীরা রক্ত, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন পরীক্ষায় ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন জানায়, তাদের গ্রেড উন্নীতকরণের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে বিলম্ব হচ্ছে। তারা অভিযোগ করেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও ন্যায্য দাবি বাস্তবায়ন করা হয়নি। সংগঠনগুলো ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!