বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। এই দাবি বিএনপি মানবে না। তিনি বলেন, দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই। এসব করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য। ইফতার শেষে তিনি আরো বলেন, নির্বাচন করতে হবে পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্ট গঠনের পর যে সংবিধান আছে তা সংস্কারের জন্য বিএনপির যে ৩১ দফা দেওয়া আছে তা বাস্তবায়ন করতে চাইলে সংবিধান সংশোধন করা হবে; কিন্তু এখন এসব দাবি তুলে নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এগুলো আমরা মেনে নেব না।