২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত জানান, ওই সময় খালেদা জিয়া গুলশানের বাসায় অবরুদ্ধ থাকায় তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবেচনায় আইন মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়। এর ফলে চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।