বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতা, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও বিমসটেকসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশের প্রতি সংহতি জানায়।
মার্কিন দূতাবাস খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকার কথা উল্লেখ করে শোক জানায়। রাশিয়া তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে, আর চীনের রাষ্ট্রদূত তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁকে পাকিস্তানের নিবেদিত বন্ধু হিসেবে বর্ণনা করেন। ইউরোপীয় ও এশীয় দেশগুলোর দূতাবাস তাঁর নেতৃত্ব ও উন্নয়নমূলক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।
জাতিসংঘ ও বিমসটেক বাংলাদেশের জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে। নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীসহ বিদেশি প্রতিনিধিরা ঢাকায় এসে শ্রদ্ধা জানাবেন বলে জানানো হয়েছে।