ঢাকার কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা রাতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা-২ আসনের বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এ হামলা হতে পারে। তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।