Web Analytics

মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক শেখ মো. এহসান জানান, 'তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই।' ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ তার ছোট ভাই চিররঞ্জন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর সোয়া ১টায় ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে ঢাকার বাসভবনের উদ্দেশে রওয়ানা হয় পরিবার। চিররঞ্জন বলেন, আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব। প্রথমে মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছু সময় রাখা হবে। তারপরে সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে। আমরা এখনো আইনী ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।