Web Analytics

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ওই দখলদার ইসরাইল ৪ শতাধিক ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। ভারত এসব বন্ধ না করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!