Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৫৫২টিতে আগে থেকেই সিসিটিভি রয়েছে এবং বাকি কেন্দ্রগুলোতে নতুন করে ক্যামেরা বসানো হচ্ছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে ক্যামেরা স্থাপন করা হবে। অন্যান্য কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে কাজ চলছে। গাজীপুরসহ কয়েকটি জেলায় প্রায় শতভাগ কেন্দ্রেই স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া ২৯৯টি বিদ্যুৎবিহীন কেন্দ্রে সৌর বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পুনর্গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!