বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সারা দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তার পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯ ডিসেম্বর সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফখরুল সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং কিছু গোষ্ঠী এই শোকের মুহূর্তকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে। হাদির হত্যাকারীদের বিচার ও সাম্প্রতিক মব সহিংসতার দায় নির্ধারণের আহ্বান জানান তিনি। ফখরুল আরও বলেন, স্বৈরাচারী শাসনের অবসানের পর গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।