এক প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ফটোজার্নালিস্টদের তৈরি করা ছবি সাইবার স্পেসে সংরক্ষণের ব্যবস্থা করা হবে; যাতে আমরা সংগ্রামী চিত্রগুলো যুগ যুগ ধরে খুঁজে পাই। তিনি বলেন, আপনারা যারা এই শিল্পের দক্ষতা ধারণ করেন এবং ইতিহাস যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন, তারা হলেন ফটোসাংবাদিক। উপদেষ্টা বলেন, আপনাদের কাছে আমার একটা ছোট দাবি আছে- শুধু নির্যাতন বর্বরতার ছবি নয়, আমাদের আশার আলো দেখান। আপনারা মেধাবী, যে পেশায় বিরাজমান সেই ক্ষমতায় আমাদের পাশে দাঁড়ান। আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলবো। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।