উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র। জাতীয় নিরাপত্তা এখন শুধু অস্ত্রের ওপর নির্ভর করে না, এটি জনমতের ওপর অনেকাংশে নির্ভরশীল। উপদেষ্টা বলেন, তথ্য যদি গোপন রাখা হয়, সত্য যদি দমন করা হয়, তাহলে আমরা টেকসই উন্নয়ন ও নিরাপত্তা—দুটোই হারাব। বিভ্রান্তিকর তথ্য একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। এটি মোকাবিলায় চাই সত্য, আস্থা এবং তথ্য ভিত্তিক সচেতনতা। এ জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। উপদেষ্টা বলেন, পলাশীর যুদ্ধ পরাজয়ের অন্যতম কারণ ছিল ভুল তথ্য ও ষড়যন্ত্র। আজকের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ঠিক তেমনি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। জলবায়ু সংকটকে বাংলাদেশের নিরাপত্তা সংকট উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে স্যাটেলাইট ভিত্তিক তথ্য ও প্রশিক্ষণ সহায়তা দিতে প্রস্তুত।