রোববার ভোরে সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট থেকে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা; যার আনুমানিক মূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা!