Web Analytics

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি জানিয়েছে, একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা চালাচ্ছে। রোববার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতি কর্ণপাত না করার অনুরোধ জানায়।

কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খন্দকার রাকিব নামে এক ব্যক্তির কমিশনের জিজ্ঞাসাবাদ কার্যক্রমে উপস্থিত থাকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কখনো কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন না। কমিশন মনে করে, এসব অসত্য প্রচারণা কমিশনের কাজ ব্যাহত বা প্রভাবিত করার উদ্দেশ্যে করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ন্যায়বিচারের প্রত্যাশা রক্ষায় কমিশন নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জনগণের সহযোগিতা কামনা করে কমিশন বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!