Web Analytics

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায়, যার জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ, কলেজ প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, কোনো বহিরাগত বা চক্র জড়িত ছিল কি না তা তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ বা ভিডিও থাকলে তা জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীরা ‘শান্তি চুক্তি’ স্বাক্ষর করেছিল। কিন্তু এক মাসের মধ্যেই সেই অঙ্গীকার ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!