শ্রীপুরে সাফারি পার্ক থেকে ক্রমশই দুর্লভ প্রাণীগুলো চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত মাসে সাফারি পার্কে বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টা বলেন, শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্যপ্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত করা উচিত। আরো বলেন, এ দুর্লভ প্রাণী চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্লভ প্রাণীগুলো রাখার বেষ্টনী এলাকাগুলো সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। উপদেষ্টা হাসান পার্কের কোর সাফারি, আফ্রিকান সাফারি, হাতিশালা, পাখিশালা এবং চুরি হওয়া লেমুর বেষ্টনী ঘুরে দেখেন।