শুক্রবার রাত ৯টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শোনা গেছে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ার প্রস্তুতি চলেছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি না চাওয়াকে কেন্দ্র করে গত দুই দিন ধরে চলছিল উত্তেজনা! শুক্রবার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সাথে প্রধান ফটকের সামনে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে দুই পক্ষ প্রক্টর অফিসে যায়। সেখানেই সিএসই এর শিক্ষার্থীরা চড়াও হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর। দু'পক্ষের মধ্যে ইটপাটকেল ছুঁড়তে দেখাও যায়। এই ঘটনায় প্রক্টরসহ ৮ জন আহত হয়েছেন।