Web Analytics

মেক্সিকোর কংগ্রেসে এক উত্তপ্ত অধিবেশনে বিরোধী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) ও ক্ষমতাসীন মোরেনা দলের নারী আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী সংসদ সদস্য পোডিয়ামের সামনে ধাক্কাধাক্কি, চুল টানা ও আঘাতের ঘটনায় জড়িয়ে পড়েন। পিএএনের সদস্যরা প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে পোডিয়াম ছাড়তে অস্বীকৃতি জানালে উত্তেজনা শুরু হয়।

ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য একে অপরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। পিএএনের মুখপাত্র আন্দ্রেস আতায়দে দাবি করেন, তাদের অবস্থান ছিল শান্তিপূর্ণ; অন্যদিকে মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া অভিযোগ করেন, বিরোধীরা আলোচনা এড়িয়ে সংঘাত সৃষ্টি করেছে।

এই ঘটনার পর সংসদীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন সহিংস আচরণ বারবার ঘটলে জনগণের আস্থা আরও কমে যেতে পারে, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে।

Card image

Related Memes

logo
No data found yet!