মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত ও পাঁচজনের বেশি আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, দুটি পিকআপ গাড়িতে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান এবং পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। হামলার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায় এবং এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তুলা দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের জন্য পরিচিত এবং সম্প্রতি এক কার্টেল নেতার গ্রেফতারের পর গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে, যা এই হামলার পেছনে কারণ হতে পারে।