ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী নিউ মডার্ণ পরিবহনের একটি বাস ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিং এলাকায় পূর্ব সদরদীগামী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫), নাতি রায়হান (৩) এবং এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (৬৫)। স্থানীয় লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে এবং অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।