বড়দিনের প্রাক্কালে ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা বাড়ছে। মধ্যপ্রদেশ, ওড়িষ্যা, দিল্লি ও ছত্তিশগড়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হামলার খবর পাওয়া গেছে। জব্বলপুরে বিজেপির এক নেত্রীর গির্জায় দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল হয়েছে। দলটি দাবি করেছে, সেখানে জোরপূর্বক ধর্মান্তর ঘটছিল, তবে গির্জা কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
ছত্তিশগড়ের কানকের জেলায় এক খ্রিস্টান পরিবারের শেষকৃত্যকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। গির্জায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলায় অন্তত ২০ জন আহত হন। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্যমতে, ২০২৫ সালে অন্তত ২৩টি অনুরূপ হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৯টি ছত্তিশগড়ে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা ধর্মীয় অসহিষ্ণুতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার ইঙ্গিত দেয়।
বড়দিনের আনন্দের সময় ভারতে খ্রিস্টানরা এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে উৎসব পালন করতে বাধ্য হচ্ছেন, এবং নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।