প্রহসনের নির্বাচন করার অভিযোগে রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। উত্তরা-পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এর আগে সন্ধ্যার দিকে উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে আজই প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি।