Web Analytics

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা লাঠি মিছিল করেছেন। বেলা পৌনে তিনটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়। বাঁশের লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তারা। ব্যানারে লেখা ৯ দফা দাবির মধ্যে আরও আছে ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া; আইনসমূহে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ, ধর্ষণ মামলার জটিলতা দূর করা, ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা দিতে সাক্ষী সুরক্ষা আইনের পুনঃপর্যালোচনা ও প্রয়োগ করা।

Card image

Related Memes

logo
No data found yet!