ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে জামায়াত নেতৃত্বাধীন আটদলীয় জোটে প্রার্থী নির্বাচনে অস্থিরতা দেখা দিয়েছে। জেলার সুনামগঞ্জ–১ ও সুনামগঞ্জ–৩ আসনে বারবার দলবদল করা দুই আলোচিত রাজনীতিক ডা. রফিকুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীকে ঘিরে জোটের তৃণমূলে অনাস্থা ও বিভাজন তৈরি হয়েছে।
ডা. রফিকুল ইসলাম একাধিকবার দল পরিবর্তন করে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন এবং জোটের মনোনয়ন প্রত্যাশা করছেন। স্থানীয় জামায়াত নেতারা মনে করেন, তাকে প্রার্থী করা হলে জোটের ভোটব্যাংক ঝুঁকিতে পড়বে। অন্যদিকে শাহীনূর পাশা চৌধুরী, বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা, অতীত দলবদল ও বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণের কারণে তৃণমূলের আস্থা হারিয়েছেন।
স্থানীয় নেতারা সতর্ক করেছেন, বিতর্কিত প্রার্থী মনোনয়ন দিলে জোটের প্রতি ভোটারদের আস্থা নষ্ট হতে পারে। মাঠ জরিপ ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জোটের শীর্ষ নেতারা ইঙ্গিত দিয়েছেন।